মাজহারুল ইসলাম মিশু, হালুয়াঘাট (ময়মনসিংহ প্রতিনিধি):>>>
চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শুক্রবার (০১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় মনোনীত প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়। রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকার বিষয়টি জানানো হয়।
গণভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিকে হালুয়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে তৃণমূলের ভোটে জয়ী উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মাহমুদুল হক সায়েম’কে দলীয় মনোনয়ন দেওয়ায় উচ্ছাসিত তৃণমূলের নেতাকর্মীরা। তৃণমূলের উপর আস্থা ও বিশ্বাস রেখে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন নেতাকর্মীরা। হালুয়াঘাট উপজেলায় দল মত নির্বিশেষে সকলের কাছে জনপ্রিয় মাহমুদুল হক সায়েম আসছে উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন দলের অনেক নেতা। মাহমুদুল হক সায়েম বর্তমানে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০৯ সালে প্রথম বারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো নির্বাচন করেন। পরে ২০১৪ সালে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হলেও দলীয় সিদ্ধান্তে তা প্রত্যাহার করেন। রাজনৈতিক পরিবারের সন্তান মাহমুদুল হক সায়েম’র বাবা এমদাদুল হক মুকুল ছিলেন সাবেক ২ বারের এমপি ও জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার বিষয়ে জানতে চাইলে মাহমুদুল হক সায়েম বলেন, আমি প্রথমে তৃণমূলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই তারা আমার উপর আস্থা রেখেছেন। তাদের আস্থার উপর ভিত্তি করে দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন সে জন্য উনার প্রতি আমি কৃতজ্ঞ। আমি আমাদের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং’কে বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি ভোটে নির্বাচিত হলে সংসদ সদস্য জুয়েল আরেং’কে সাথে নিয়ে এই উপজেলা পরিষদকে নতুন করে সাজাবো।
বর্তমান সংসদ সদস্য একজন বিচক্ষণ মানুষ। জনগন উনার প্রতি আস্থা রেখেছেন । আমরা একত্রে উপজেলা পরিষদকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। আওয়ামীলীগ একটি বড় দল। এখানে আমার সাথে যে সকল সিনিয়র নেতৃবৃন্দ মনোনয়ন চেয়েছেন তারাও দলের সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি। আমিও যদি মনোনয়ন না পেতাম, তাহলেও দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতাম। আমাদের মধ্যে প্রতিদন্ধিতা আছে কিন্তু প্রতিহিংসা নেই। দলের প্রার্থীকে বিজয়ী করতে আমরা সকলেই একত্রে কাজ করবো।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment