মোঃ শাহরিয়ার কবির আকন্দ পলাশবাড়ী ও গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা হাট-বাজার ব্যবসায়ী সমিতির অফিস কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বাস্তবায়ণ বিষয়ক গণ শুনানী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর জেলা কার্যলয়ের সহকারী পরিচালক মাসুম আলি। হাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এমদাদুল হক ও সাধারন সম্পাদক নান্নু।
অনুষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে হাট-বাজারের সকল ব্যবসায়ীদের মাঝে আলোচনা করা হয়।
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রয়, জেনেশুনে ভেজালমিশ্রিত পণ্য বিক্রয় করা, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো নিষিদ্ধ দ্রব্য কোনো খাদ্যপণ্যের সঙ্গে মিশ্রণ ও বিক্রয় করা, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতাদের প্রতারিত করা, ওজনে বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করা, পরিমাপে দৈর্ঘ্য পরিমাপক ফিতা বা অন্য কিছুতে কারচুপি করা, কোনো নকল পণ্য বা ওষুধ উৎপাদন করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় করা, নিষিদ্ধ ঘোষিত কোনো কাজ করা যাতে সেবাগ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্ন হতে পারে, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াজাত করা, পণ্যের মোড়ক ব্যবহার না করা বা পণ্যের মোড়কের গায়ে খুচরা বিক্রয়মূল্য মেয়াদোত্তীর্ণ তারিখ ইত্যাদি লেখা না থাকা, আইনানুগ বাধ্যবাধকতা অমান্য করে দোকান বা প্রতিষ্ঠানের সহজে দৃশ্যমান কোনো স্থানে পণ্যের মূল্য তালিকা লটকিয়ে প্রদর্শন না করা, আইনানুগ বাধ্যবাধকতা অমান্য করে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করা ইত্যাদী বিষয়য়াদী নিয়ে আলোচনা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment