একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:>>>
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ‘ফ্রেশার্স ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০১৯’ শুরু হচ্ছে আগামীকাল। বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন গ্রুপ অব লিবারেল ডিবেটারস (গোল্ড) বাংলাদেশের আয়োজনে প্রতিযোগিতা চলবে এক সপ্তাহব্যাপি।
আয়োজক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আটটা থেকে প্রতিযোগিতা শুরু হয়ে দিনব্যাপি চলবে। বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ কলা ভবন ও সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী কলা ভবনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের একশোরও বেশি শিক্ষার্থী ৪০টি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবেন। বিচারক থাকবেন রাবি ও রুয়েটের স্বনামধন্য বিতার্কিকগণ। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গোল্ড বাংলাদেশ ২০০৫ সাল থেকে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে আসছে সংগঠনটি।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment