এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি:>>>
যশোর-কোলকাতা মহাসড়কের নাভারণ এলাকায় জিপ গাড়ির চাপায় ইসরাত জাহান নিপা নামে এক স্কুলছাত্রীর পা বিচ্ছিন্ন সহ ২ জন গুরুত্বর আহত হয়েছে। এই ঘটনায় যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীর।
বুধবার সকালে নাভারণ বালিকা বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
গুরুত্বর আহত মোফতাহুল জান্নাত নিপা নাভারণে বুরুজ বাগান পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানায়, সকাল নিপা ভ্যানে স্কুলে যাচ্ছিল। এ সময় পেছন থেকে পল্লী বিদ্যুতের একটি জিপ গাড়ি ওই ভ্যানে ধাক্কা দেয়। এ সময় নিপা রাস্তায় ছিটকে পড়লে জিপটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তার এক পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই সময় শিক্ষার্থীরা পল্লীবিদ্যুতের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এই সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীর নাভারণ সাতক্ষীরা মোড়ে অবস্থান নিয়ে সুষ্ঠ বিচারের দাবিতে দুই ঘন্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ করে।
পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এ সময় ওই রাস্তার দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনাস্থলে শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, শার্শা থানা পুলিশ পরিদর্শন করেছে।
শার্শা থানার ওসি এম মশিউর রহমান বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
No comments:
Post a Comment