একুশে মিডিয়া, যশোর জেলা প্রতিনিধি:>>>
যশোরে যৌতুক মামলায় আকরাম হোসেন নামে এক ব্যক্তিকে দুই বছর সশ্রম কারাদণ্ড অর্থদণ্ড দিয়েছে একটি আদালত। সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গৌতম মল্লিক এ সাজা দেন। আকরাম নড়াইল সদরের রতডাঙ্গা গ্রামের গোলাম মোস্তফা মোল্লার ছেলে। গত সপ্তাহে আসামি আকরাম হোসেনকে একই আদালত অপর একটি মামলায় সাজা দিয়েছিল।
মামলা সূত্রে জানা গেছে, ২০০২ সালের ২৭ মার্চ আসামি যশোরের বাঘারপাড়ার দশপাখিয়া গ্রামের মৃত বাবর আলী মোল্লার মেয়ে শাহনাজ পারভীনকে বিয়ে করেন। কয়েক বছর পর আসামি তার স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে নির্যাতন শুরু করেন। যৌতুকের টাকা না পেয়ে ২০১৫ সালের ১৪ এপ্রিল আসামি তার স্ত্রী-সন্তানসহ বাবার বাড়ি তাড়িয়ে দেন। ২০১৫ সালের ১ আগস্ট আসামিকে মীমাংসার জন্য বাড়িতে ডেকে আনা হয়। আসামি আকরাম যৌতুকের দুই লাখ টাকা ছাড়া স্ত্রীকে বাড়িতে নেবে না বলে জানিয়ে চলে যান।
মীমাংসায় ব্যর্থ হয়ে শাহনাজ পারভীন যৌতুক নিরোধ আইনে আদালতে একটি মামলা করেন। এ মামলার রায়ে বিচারক আসামি আকরাম হোসেনকে দুই বছর সশ্রম কারাদ-, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আকরাম হোসেন পলাতক।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment