উপজেলা নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলেই কঠোর হস্তে দমন করা হবে: বাঁশখালী ইউএনও। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 23 March 2019

উপজেলা নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলেই কঠোর হস্তে দমন করা হবে: বাঁশখালী ইউএনও। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:>>>
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কাল ভোটগ্রহণ করা হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এ ধাপে ১১৭ উপজেলায় ভোটগ্রহণ হওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। শুক্রবার মধ্যরাতে এসব উপজেলায় প্রচার শেষ হয়েছে। নির্বাচনী এলাকায় পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যদের মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স টহল দিচ্ছে। এ ধাপের নির্বাচনে কয়েকটি উপজেলায় ইভিএম ও ট্যাব ব্যবহার করছে ইসি।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার (২৪ ফেব্রুয়ারি)।  এ উপলক্ষ্যে ১১০টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য নির্বাচনী সরঞ্জামাদি, প্রিজাইডিং, পোলিং ও পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
নির্বাচনে দায়িত্বপালন করবেন ৩ প্লাটুন বিজিবি, ৫০ জন র‌্যাব, স্বশস্ত্র আনসার ১ প্লাটুন, পিসি ২৪০ জন।  এছাড়াও নির্বাচনকালীন সময়ে প্রতি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন অফিসারসহ ৩ পুলিশ। ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
প্রতি ইউনিয়নে দায়িত্ব পালন করবেন ১ জন পিসি ও ১ জন এপিসি আনসার বাহিনী, ১০ জন লাঠিসহ আনসার।  স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন পৌরসভা ও ১৪ ইউনিয়নে ৫ জন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।  প্রতি ইউনিয়নে ওসির নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স, ৩ কেন্দ্র মিলে ১ জন ভ্রাম্যমান পুলিশ পরিদর্শক কাজ করবেন। ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।  যদি কেউ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চালায় তবে তা কঠোর হস্তে দমন করা হবে।----------------------------------------------------------------------------------------------------------------------------------------





একুশে মিডিয়া/এমএসএ----------------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages