মোঃ আরিয়ান আরিফ, ভোলা:>>>
ভোলার বোরহানউদ্দিনের উপজেলার ভোলা- চরফ্যাশন সড়কে লালদিঘির পাড় নামক স্থানে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পথচারীরা। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে।
উদ্ধার করা পথচারী আরিফ জানান, সে বোরহানউদ্দিনের ২৫০ মেঘাওয়ার্ড বিদ্যুৎ কেন্দ্রে ডিউটি শেষ করে তার বাড়ীর দিকে যাওয়ার পথে রাস্তার উপর ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে দ্রুত বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে আসে।
এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ এবং এলাকাবাসী ধারন করছে কোন দ্রুতগামী ট্রাক কিংবা মোটর গাড়ী তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার সিকদার জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। এ সংবাদ লেখা পর্যন্ত ওই অজ্ঞাত নারী কোন পরিচয় পাওয়া যায়নি।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment