জাহিরুল ইসলাম মিলন, শার্শা (যশোর) প্রতিনিধি:>>>
শার্শার আমড়াখালী নামক বিজিবির চেকপোস্ট থেকে হুন্ডির টাকা পাচারের সময় এমএম পরিবহন ও মোটরসাইকেল থেকে ১০ লাখ টাকা সহ ৪জনকে আটক করেছে বিজিবি।
আটককৃতরা হল বালুন্ডা গ্রামের মৃত ইনছার আলীর পুত্র সাহেব আলী (২৬), মাদারীপুর আদমপুর গ্রামের শামছুউদ্দিন ফকিরের পুত্র পলাশ (৩৫), বরিশাল কলস গ্রামের মন্টু লাল দাসের পুত্র শিপন দাস (৩৮), শার্শার আমড়াখালী গ্রামের হযরত আলীর পুত্র মহিবুর রহমান (৩৫)।
সোমবার ১১ই মার্চ দুপুরে তাদেরকে আটক করে বিজিবি।
৪৯ বিজিবির হাবিলার রেজাউল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শার্শার আমড়াখালী নামক চেকপোষ্ট থেকে এমএম পরিবহন হতে দুইজন এবং মোটরসাইকেল হতে দুইজনকে আটক করে৷
পরে আটককৃত চারজনের শরীর তল্লাশি করে যথাক্রমে ছয় লাখ ও চার লাখ মোট ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত টাকা, মোটর সাইকেলসহ আসামি চারজনকে বেনাপোল পোর্ট থানায় হুন্ডি পাচারের মামলা দিয়ে হস্থান্তর করা হবে বলে জানা যায়।
No comments:
Post a Comment