ভোলায়”মেয়র মেজবানে”মঞ্চ মাতালেন দুই বাংলার শিল্পীরা। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 10 March 2019

ভোলায়”মেয়র মেজবানে”মঞ্চ মাতালেন দুই বাংলার শিল্পীরা। একুশে মিডিয়া


মোঃ আরিয়ান আরিফ, ভোলা:>>>

“মেয়র মেজবান”নামটি শুনলেই মনে হয় বিশাল আয়োজন। বাহারি আলোকসজ্জা মাঠে হাজারো দর্শকের ভিড়। আকাশে উঠছে আতশবাজির আলোর ঝলকানি। গান শুনছে কেউ মাঠে কেউবা রাস্তায় দাঁড়িয়ে। দুই বাংলার জনপ্রিয় শিল্পী দেবযানী আচার্য্য, অবন্তী সিঁথি, রোজালিন সাউ এর গান শুনে মুগ্ধ হয়ে ওঠেন আগত দর্শক-শ্রোতারা।


শনিবার (৯ মার্চ) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত এমন চিত্র দেখা গেছে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে। মেয়র এর আয়োজন মেয়র মেজবান অনুষ্ঠান যেন এক আনন্দ উৎসবে রুপ নেয়।
সারাদিন নানা আয়োজনের শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনমুগ্ধকর জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংগীত পরিবেশন করেন, বাংলাদেশের প্রতীক হাসান, চ্যানেল আই শিল্পী অঙ্কন, বিল্লাল হোসেন, ভারতের জি বাংলার সারেগামাপা শিল্পী দেবযানী আচার্য্য, অবন্তী সিঁথি, রোজালিন সাউ।
ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের “মেয়র মেজবান” আয়োজনে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উচ্ছ্বসিত প্রায় ২৫ হাজার দর্শকের সামনে গান গেয়ে মঞ্চ মাতান অবন্তী সিঁথি, রোজালিন সাউ ও অন্যান্য শিল্পীরা।
সন্ধ্যার পর প্রথমে স্টেজে আসেন চ্যানেল আইর জনপ্রিয় শিল্পী অঙ্কন। তারপর মঞ্চে আসেন ভারতের জি-বাংলা টেলিভিশনের সারেগামাপা সংগীতানুষ্ঠানের শিল্পী দেবযানী আচার্য্য। তার গান শেষে মঞ্চে আসেন কণ্ঠশিল্পী বেলা। এরপরেই ভারতের জি-বাংলা টেলিভিশনের সারেগামাপা সংগীতানুষ্ঠানের শিল্পী অবন্তী সিঁথি। তিনি প্রয়াত আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি কেন এতো অচেনা হলে’ গানটি গেয়ে দর্শকদের মন জয় করেন।
এরপর মঞ্চ কাঁপাতে আসেন ভারতের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী রোজালিন সাউ। তার গানে মাঠে উপস্থিত হাজার হাজার দর্শক শ্রোতা বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন।
সবশেষে মঞ্চে আসেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী প্রতীক হাসান। তার গানেও দর্শক-শ্রোতাদের মাঝে ছড়িয়ে পড়ে মুগ্ধতা।
সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শহরের সরকারি উচ্চ বিদ্যায় মাঠটি ছিল লোকারণ্য।  দুই বাংলার জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে সরাসরি গান শুনতে পেরে সবাই ছিলেন আনন্দিত। এরকম একটি জমকালো অনুষ্ঠান ভোলাবাসীদের উপহার দেয়ার জন্য পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিরকে ধন্যবাদ জানিয়েছেন দর্শকরা।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages