আটোয়ারীতে গরীব ও মেধাবী শির্ক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুর রহমান। আটোয়ারীতে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা বৃত্তি প্রদান |
আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা নিতিশ চন্দ্র বর্মন(নিরব):>>>
“শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে গরীব ও মেধাবী শির্ক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে বুধবার দুপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৩০ জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা’র সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং ১৩০ জন শিক্ষার্থীকে ৩ হাজার করে নগদ টাকা প্রদান করেন।
অনুষ্ঠানে উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, আটোয়ারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ কুদ্দুশ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানশিক্ষক গন সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং বৃত্তি প্রাপ্তরা এ প্রতিনিধির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment