উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:>>>
নড়াইলের অলি-গলিতে চলছে হোলি উৎসব। তরুণ-তরুণী, জোয়ান-বৃদ্ধ সবাই মেতেছে রঙের উৎসবে। এই উৎসবের রঙিন ছটা অন্য এলাকার চেয়ে যেন বেশি ছড়িয়ে (২১,মার্চ) নড়াইলের বাজারের আনাচে-কানাচে তথা সর্বত্র। এই উৎসবে যোগ দিতে এখানে এসেছে অসংখ্য মানুষ।
তবে এরমধ্যে বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের মানুষ। সকাল থেকেই নড়াইলের হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষরা রং এবং আবীর দিয়ে একে অপরকে রাঙ্গিয়ে তোলেন। এটা মূলত অশুভ শক্তির বিরুদ্ধে প্রতীকি হিসাবে করা হয়। বহির্বঙ্গে পালিত হোলি উৎসব এর সঙ্গে দোলযাত্রা উৎসবটি সম্পর্কযুক্ত। এই উৎসবের অপর নাম বসন্তোৎসব।
ফাগুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা নামক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বর্তমানে হোলি খেলা হয়ে উঠেছে ধর্ম বর্ণ নির্বিশেষে মনের রঙে সকলকে রাঙিয়ে দেয়ার বাসন্তী উৎসব। বিকেল পর্যন্ত এ উৎসব চলবে। হোলির জন্য নড়াইলের বাজারে ১ লাখ ৫০ হাজার টাকার রং আবির এবং বিভিন্ন ওয়াটার গান বিক্রি হয়। এর আগের দিন কেবল পরিচিতদের মধ্যেই শুকনো রং ছিটানো হয়। বিভিন্ন ধরনের দেশি-বিদেশি রঙের পসরা নিয়ে বসে দোকানিরা।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment