একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে থানাধীন ছনুয়া ইউয়িনের খুদুকখালী থেকে নন জি.আর মামলার আসাসী নুরুল আবছার (২৬)কে গ্রেপ্তার করেন পুলিশ।
বাঁশখালী থানা সূত্র জানা যায়, গতকাল ২৬ মার্চ বাঁশখালী অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে থানাধীন খুদুকখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নন-জিআর এর আসামী নুরুল আবছার(২৬) পিতা-হাজী আহমদ কবির, মাতা-মৃত সামছুজ্জাহান, সাং-ছনুয়া খুদুকখালী, ৯নং ওয়ার্ড, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রামকে ছনুয়া হইতে গ্রেফতার করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment