শেষ ভালো যার-সব ভালো তার ”প্রিয় রাজু”। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 22 March 2019

শেষ ভালো যার-সব ভালো তার ”প্রিয় রাজু”। একুশে মিডিয়া



একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক-এইচ এম শহীদুল ইসলাম:>>>
পৃথিবী থেকে গ্রামের  বলয় থেকে শুরু করে মানুষের চরাচরের প্রথম পরিচয় তার মাতৃতূল্য জন্মভূমি এরপর পরিচয়ের ক্রমাগত ধাপে কখনো বিভাগ, কখনো জেলা, কখনো উপজেলা, কখনো ইউনিয়ন, কখনো সমাজ এবং কখনো পরিবার। এই পরিচিতির পরিক্রমায় সবচেয়ে বেশি যে দিকটি অধিক বিবেচিত তা হল সামাজিক পরিচয় কেননা এই সমাজে বসবাসকারী স্বজনরাই ক্ষুদ্র ক্ষুদ্র কণা এবং বিন্দু বিন্দু জলের ন্যায় মহাদেশ ও অতল সাগর তৈরীতে মূখ্য ভূমিকা রাখে। দেশ মাতৃকার উন্নয়নের প্রথম মাপকাঠি কিন্তু এই সমাজের কর্মপাগল মানুষের কর্মকান্ড থেকে নি:সরিত হয়। সামাজিক বিচারে এখানে অনেকগুলো মৌলিক বিষয় পূর্বাপর সময় থেকে শুরু করে বংশপরম্পরায় এখনও বিদ্যমান তৎমধ্যে: জীবনাচরণ, জীবনপদ্ধতি, সংস্কৃতি, সামাজিক বিশ্বাস, সামাজিক মূল্যবোধ এবং সামাজিক শৃংখলা ইত্যাদি। এই বিষয়গুলো সচরাচর আমরা মোটা দাগে হিসেব করার মত অবকাশ পায়না কিন্ত চেতন এবং অবচেতনভাবে এই উল্লেখ্য বিষয়গুলো আমাদের সমাজ জীবনে আবর্তিত হয়।
এই ক্ষেত্রে সমাজকে যদি আমরা পাঠশালা হিসেবে ধরে নিই তাহলে এর শিক্ষাক্রমে উল্লেখ্য বিষয়গুলো পঠিত হয়, সংগত কারনে কালের আবর্তনে ঘূর্ণিপাকে এই সমাজ পাঠশালায় অনেক কৃতি শিক্ষার্থীর আবির্ভাব ঘটেছে যাদের সিঁড়ি বেয়ে আজ আমরা একটি পরিবর্তিত সভ্য সমাজে বসবাস করছি!তাঁহার মধ্যে কক্সবাজারের সূর্য সন্তান সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ-র  অবস্থান মনে হয় সবকিছুকেই জয় করে সভ্যতা তার সর্বোচ্চ অবস্থানে আসীন।
হ্যাঁ বলছিলাম সমাজ পাঠশালার কথা,এখন যখন আমি আমার বেড়ে উঠা সমাজের দিকে দৃষ্টি নিবদ্ধ করি আমার শৈশবকাল থেকে একাল পর্য্যন্ত আমাদের সামাজিক পাঠশালায় যে ক’জন কৃতিত্বের সাথে আমাদের সামাজিক অবকাঠামোতে সম্প্রীতি, মূল্যবোধ, সুস্থ সংস্কৃতি এবং সামাজিক শৃংখলা সহ ইত্যাদি বিষয়ে সরব উপস্থিতির জানান দিয়ে গিয়ে সমাজের প্রকৃষ্ট উদাহারণে পরিণত হয়েছে তৎমধ্যে আমাদের প্রিয় নেতা আলহাজ সালাহউদ্দিন আহমেদের হাতে গড়া পেকুয়া উপজেলা ছাত্র রাজনৈতিক  থেকে গড়ে উঠা সফল সংগঠক পেকুয়া উপজেলা প্রতিষ্ঠাতা পর প্রথম  টানা দুই দুই বার সফল চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু  এক প্রকৃষ্ট দৃষ্টান্ত। জেলা ব্যাপী সুপরিচিত, সদা সদালাপী, সাদা মনের মানুষ, ধার্মিক, আপামর জনসাধারণের প্রতিকূল পরিবেশে সম্মূখপানে অগ্রসরমান এক ব্যক্তিত্ত্ব, সমাজ সংস্কারের যে কোন কর্মকান্ডে প্রথম সারিতে তার স্বক্রিয় ভূমিকা জাজ্বল্যমান সর্বোপরি স্বশিক্ষায় শিক্ষিত  ভদ্রলোক রাজু ভাইয়ের প্রতি আকৃষ্ট হতো?  একটি জিনিস আঁচ করেছি আ্যটিচিউড ,হ্যাঁসি এবং আথিতিয়েতাই তাকে সবার কাছে এক গ্রহনযোগ্য সেবক এবং জনপ্রতিনিধি হিসেবে সমাদৃত করেছে।
তিনি এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে একজন সফল সংগঠক হিসেবে  দৃষ্টান্ত স্থাপন করেন, যার স্বীকৃতি স্বরুপ জনগন ও ছাত্র সমাজ ভোট দিয়ে  টানা দুই দুই বার উপজেলা চেয়ারম্যান হিসেবে   ভূষিত করেন।
সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়ে প্রয়োজনাতিরিক্ত অর্থ বৈভবের অধিকারী হওয়া সত্ত্বেও হাল আমলের ধনাঢ্যদের মত বিদেশে সেকেন্ড হোমের বিলাসী কল্পনা তাঁকে প্রলুদ্ধ করতে পারেনি, চাকচিক্যময় শহুরে জীবনের বেড়াজালে কখনো নিজেকে স্পর্শ করতে দেননি। দৃষ্টি নন্দন সবুজ-শ্যামলের গালিচায় বেষ্টিত বাঁকে বাঁকে চলা গাঁওয়ের স্নিগ্ধতা, রোদেলা দুপুরে শিশু, কিশোর, তরুন, যুবক সহ সকল বয়সের কলকাকলিতে মুখরিত  গ্রামের বহুবিদ মনোরম এবং উদ্দীপ্ত দৃশ্য দেখে বড় হওয়া লোক দিন শেষে ঐন্দ্রজালিক টানে আপন গ্রামালয়েই প্রশান্তির ঢেঁকুর ঘিলবে।
যার পরিক্রমায় শেষ বিদায়ের বেলায়  অবহেলিত পেকুয়া উপজেলায় একটি পর্যটন করতে মগনামায় উপকূলীয় এলাকায় নিজ হাতে  জনগনের সারথি হয়ে নিজে কে সঁপেদিলেন এবং
অবালবৃদ্ধবণিতা সহ দল, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষের অংশগ্রহনে গড়ে তুলেন "গরীবের নেভাল" এক মাইলফলক রচিত হয়েছে কক্সবাজারে ।
অফুরন্ত ভালবাসা এবং আন্তরিকতার পরম পরশে রাজু ভাই  সামাজিক সম্প্রীতির এক মেলবন্ধনে সবাইকে এক কাতারে দলে দলে সমবেত হতে আত্মিক আকর্ষণে আকর্ষিত করতে পেরেছেন পয্টন নেভালে। উনার ব্যক্তিত্ব, দক্ষতা,উদারতা, মানবতা সর্বোপরি উনার লদ্ধপ্রতিষ্ট অভিজ্ঞতা আজ জনে জনে শ্রুতিমধুর দ্যোতনা-ব্যন্জনাতে মুখরিত।প্রত্যাশা রাখি উনার দেখানো পথে যেন অনাগত প্রজন্মরা মানব সেবার বন্ধুর পথকে পাড়ি দিয়ে নতুন একটি সমাজ, দেশ এবং পৃথিবী গড়ে তুলতে--


লেখক:
এইচ এম শহীদুল ইসলাম ।
চেয়ারম্যান-"স্বপ্ন" মানুষ মানুষের জন্য সংগঠন
পেকুয়া-উপজেলা, জেলা প্রতিনিধি-কক্সবাজার 
Banglapage24 / Deshtodaynews24/পেকুয়া উপজেলা প্রতিনিধি  Antv-অনলাইন- ekusheymedia, আলোকিত রাউজান । ও সিঃ যুগ্ম সম্পাদক-সেচ্ছাসেবক দল  পেকুয়া উপজেলা।





একুশে মিডয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages