নরসিংদীর শিবপুরে মা-মেয়েকে গণধর্ষণের ঘটনায় আলোচিত মামলার প্রধান আসামি মোখলেছকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে একই জেলার মাধবদী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
বিকেলে র্যাব-১১ এর ব্যাটালিয়ন অধিনায়ক(সিও) লে. কর্নেল কাজী শামশের উদ্দিন তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য জানান।---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ব্যাটালিয়ন অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত মোখলেছ মা-মেয়ে ধর্ষণের ঘটনার মূল হোতা। র্যাবের জিজ্ঞাসাবাদে তিনি এ ঘটনার দায় স্বীকার করেছে। তার বিরুদ্ধে এর আগেও ধর্ষণ এবং অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে আরও ছয়টি মামলা রয়েছে। ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত এই মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
গত ১৫ মার্চ সকালে ঢাকা থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে চড়ে মা ও মেয়ে একসঙ্গে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যায় বাসটি ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদী জেলার শিবপুরের সৃষ্টিগড় বাসস্ট্যান্ড এলাকায় বিকল হয়ে যায়। এসময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা মোখলেছ ও তার পাঁচ সহযোগী দেলোয়ার হোসেন, শফিক, বাদল, বাবু এবং আলমগীর মিলে মা ও মেয়েকে অন্য বাসে উঠিয়ে দেয়ার কথা বলে সেখানকার একটি জুট মিলের (প্রাইম জুট মিল) পরিত্যক্ত কক্ষে নিয়ে যায়। পরে মোখলেছের নেতৃত্বে ওই ছয়জন মা ও মেয়েকে একসঙ্গে পালাক্রমে ধর্ষণ করে। এসময় মা-মেয়ের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
এই ঘটনায় পরদিন শনিবার সকালে শিবপুর মডেল থানায় গণধর্ষণের শিকার মা বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
এর আগে আনোয়ার হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও আব্দুল বারেকের ছেলে শফিক (২৫) নামে ২ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনুল ইসলাম বলেন, গণধর্ষণের শিকার মা ও মেয়েকে নরসিংদী সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করা হয়। এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের অভিযান চলছে।---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
একুশে মিডিয়া/এমএ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment