একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:>>>
গাইবান্ধা পলাশবাড়ী ঢাকা-রংপুর মহাসড়কের দুবলাগাড়ী নামক স্থানে আজ শনিবার সকালে হানিফ এন্টারপ্রাইজ ঢাকা মেট্রো-ব (১৪-৭০৭২) ও রংপুর থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাক বগুড়া-(ট ১১-০৭৮৪) মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় আহত প্রায় ৩০ জন।
স্থানীয় সুত্রে জানাযায় ঢাকা থেকে ছেরে আশা হানিফ এন্টার প্রাইজ বেপরোয়া গতিতে ওভার টেক কালে, বিপরিত গামী রংপুর থেকে ছেরে আশা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হানিফ এন্টার প্রাইজ রাস্তা ছেরে নিচের দিকে ছিটকে পড়ে।ঘটনা স্থলেই ফরহাদুল ইসলাম(৫০) আকবর আলী(৫৫) ঝরনা খাতুন( ৩৫)ওশাহিমন (৬৫) আহত হন।
আহতদের স্থানীয় হাসপাতালে পৌছে দেয় হাইওয়ে পুলিশ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment