রাকসু নির্বাচনেও অংশগ্রহণ করবে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 14 March 2019

রাকসু নির্বাচনেও অংশগ্রহণ করবে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:>>>
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনেও অংশগ্রহণ করবে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ এর রাবি শাখার আহ্বায়ক মাসুদ মোন্নাফ।
মাসুদ মোন্নাফ জানান, ডাকসু নির্বাচনের ভোটে কারচুপি, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থীদের ওপর হামলা-মামলার পরও আমাদেরকে দমিয়ে রাখা সম্ভব হয়নি। নির্বাচনে আমাদের মনোনীত ভিপি প্রার্থী নুরুল হক নুর জয় লাভ করেছে। সামনে যেহেতু রাকসু নির্বাচন, তাই এই নির্বাচনেও আমরা কোটা সংস্কার আন্দোলনের নেতারা অংশ গ্রহণ করবে।
তিনি আরো বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য আমরা কাজ করতে চাই। ক্যাম্পাসে সকল প্রকার অপরাজনীতির বন্ধ করে একটি সুষ্ঠু শিক্ষা বান্ধব ক্যাম্পাস আমরা শিক্ষার্থীদের উপহার দিতে চাই। তাই সাধারণ শিক্ষার্থীদের জন্যই ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ রাকসু নির্বাচনে এককভাবে প্যানেল দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে। এবিষয়ে খুব শীঘ্রই আমরা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।
উল্লেখ্য, চলতি বছরের মধ্যেই রাকসু নির্বাচন দেয়ার লক্ষ্যে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে সংলাপও করছে রাকসু সংলাপ কমিটি।




একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages