নড়াইলে হঠাৎ শিলাবৃষ্টি ঝড়ে আমের গুটি ও ধানের ব্যাপক ক্ষতি!। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 3 April 2019

নড়াইলে হঠাৎ শিলাবৃষ্টি ঝড়ে আমের গুটি ও ধানের ব্যাপক ক্ষতি!। একুশে মিডিয়া


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:>>>
নড়াইলের নলদী, নোয়াগ্রাম, শালনগর, কাশিপুর, লক্ষ্মীপাশা, দিঘলিয়া, সদরের চন্ডিবরপুর, আ্উড়িয়া ইউপিসহ বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। নড়াইলে মঙ্গলবার রাতে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে।
এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নড়াইল সদর উপজেলার চালিতাতলা এলাকার কৃষক ইন্তাাজ আহম্মেদ বলেন, শিলাবৃষ্টির কারণে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। নড়াইলের নলামারা বিলজুড়ে ধানের গোছায় শিলের আঘাতে চিটা পড়ে যাবে। এছাড়া আমের গুটি ঝড়ে পড়েছে।
নড়াইলের ঈশানগাতি গ্রামের ওবায়দুর রহমান বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ মেঘ দেখা যায় আকাশে। কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে শিল পড়তে শুরু করে। ধীরে ধীরে তীব্রতা বাড়তে থাকে। শিলায় ধান, আমের গুটির পাশাপাশি সবজি ক্ষেতের ক্ষতি হয়েছে।
নড়াইলের নোয়াগ্রাম ইউপির বাড়িভাঙ্গা গ্রামের কৃষক হামিদ মোল্লা একুশে মিডিয়াকে বলেন, ইছামতি বিলে শত শত হেক্টর জমিতে বোরো ধাানের চাষ হয়েছে। কৃষকরা ধার দেনা করে চাষ করেছে। কিন্তু শিলাবৃষ্টির কারে ধানে চিটা পড়ে যেতে পারে। এমন হলে কৃষকের উৎপাদন খরচ উঠবে না। 
নড়াইলের কৃষি সম্প্রসারণ অধিদফতর নড়াইলের উপ-পরিচালক চিন্ময় রায়, একুশে মিডিয়াকে বলেন, শিলা পড়লে ধানে চিটার পাশাপাশি পাতা নষ্ট হয়ে ক্ষতিগ্রস্থ হতে পারে। প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোনো হাত নেই।
ইতিমধ্যে নড়াইলের কালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে ঊর্ধতন কতৃপক্ষের নিকট প্রতিবেদন পাঠিয়েছি।



একুশে মিডিয়া/এসইউ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages