রবিউল ইসলাম, ঝিনাইদহ:>>>
ঝিনাইদহে চতুর্থ শ্রেণীর ছাত্রীর যৌন হয়রানীর অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার শহরের আলহেরা ইসলামী ইনিস্টিটিউ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।
জানাগেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম এই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর দুই ছাত্রীকে ক্লাসে গায়ে হাত দেওয়া এবং মুখে চুম খাওয়াসহ বিভিন্ন ভাবে যৌন হয়রানী করে আসছিল।
মঙ্গলবার প্রধান শিক্ষক এই আচরণ করলে তারা তাদের অভিভাবকে জানালে বুধবার সকালে সবাই স্কুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে রুখে দাড়াই পরে পুলিশ ঘটনা জানার পর বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রধান শিক্ষককে আটক করে।
এবিষয়ে পুলিশ সুপার হাসানুজ্জামান ঘটনাস্থলে আসেন এবং ছাত্রীদের ও স্কুলের অন্যান্য শিক্ষকদের স্বাক্ষাতকার নিয়ে ঘটনার সত্যতা প্রমান পেয়েছে বলে জানান।
এবিষয়ে বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমান একুশে মিডিয়াবে জানান ঘটনা সত্য প্রমানিত হলে তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচার দাবি করছি। এই ঘটনায় ঝিনাইদহ সদর থানায় শিশু ও নারি নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
একুশে মিডিয়া/এসমএসএ
No comments:
Post a Comment