নারীর প্রতি সহিংসতা রোধে শার্শায় মানববন্ধন কর্মসূচী। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 22 April 2019

নারীর প্রতি সহিংসতা রোধে শার্শায় মানববন্ধন কর্মসূচী। একুশে মিডিয়া


জাহিরুল ইসলাম মিলন, যশোর:>>>
সমগ্র দেশে নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শার্শা উপজলা কমিটি।
সোমবার(২২ এপ্রিল) বেলা ১১ টায় বেনাপোল বাজার রোডস্থ সোনালী ব্যাংকের সম্মুখে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
যশোরের শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সুকুমার দেবনাথ, সাংগঠনিক সম্পাদক বৈদ্যনাথ দাস, যশোর জেলা পূজা উদযাপন পরিষদ দ্বয়ের সঞ্চালনায় এই মানববন্ধন কর্মসূচী পরিচালিত হয়। এতে অন্যান্যদের মধ্যে অন্য যে সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, নামাচার্য শ্রী শ্রী হরিদাস ঠাকুর পাটবাড়ি পরিচালনা পরিষদ, উপদেষ্টা পরিষদ, যুব পরিষদের নেতৃবৃন্দ।
এ ছাড়াও সভাপতি বেনাপোল পৌর পূঁজা উদযাপন পরিষদ শান্তীপদ গাঙ্গুলী, সাংগঠনিক সম্পাদক জয়দেব সিংহ, সভাপতি বাহাদুরপুর ইউনিয়ন নির্মল বিশ্বাস, বাগআঁচড়া ইউনিয়ন সাধারন সম্পাদক সাধন গোস্বামী বেনাপোল পেঁচের বাঁওড় শশ্মান ঘাট কমিটি’র সভাপতি অশোক কুমার দে, লাল কমল এবং পরিতোষ সরকার সহ সভাপতি শার্শা উপজেলা পূঁজা উদযাপন পরিষদ।
নেতৃবৃন্দ নারীর প্রতি সহিংসতা রোধে এবং সমগ্র দেশে শান্তিপূর্ন পরিবেশ স্থিতিবস্থা বজায় রাখার লক্ষ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন জোরদার করে অঙ্গীকারাবদ্ধ হতে হবে।
পাশাপাশি সরকারের প্রশাসন এবং মানববন্ধনে উপস্থিত সংহতি প্রকাশকারী স্থানীয় সাংবাদিক ভাইদের প্রতি সহযোগীতা চেয়ে উদাত্ব আহবান জানানো হয়।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages