একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:>>>
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ফিজিক্যাল চ্যালেঞ্জ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদিকুল আরেফিন মাতিন বলেন, আজকের এই দিনটি বিশ্বব্যাপী বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে, অটিজমে আক্রান্তদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ করে দিলে তারা সমাজের জন্য ভাল কিছু করতে পারবে। তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ করে দিয়ে সমাজের মূল ধারায় ফিরে আনতে হবে।
সাধারণ সম্পাদক হুমায়ন কবিরের সঞ্চালনায় ফাউন্ডেশনের সহ-সভাপতি মনিরুজ্জামান সোহেল বলেন, প্রতিবন্ধীরাও আমাদের সমাজের অংশ। তাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দিলে তারাও সমাজের জন্য ভাল কাজ করতে পারবে।
ফাউন্ডেশনের সভাপতি শহিদুল ইসলামের সভাপত্বিতে এসময় সংগঠনের দপ্তর সম্পাদক রুবেল হোসেনসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জাতিসংঘের উদ্যোগে ২০০৭ সাল থেকে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও পালিত হয় ‘বিশ্ব অটিজম সচেতনতা’ দিবস।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment