মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি-ঢাকা:>>>
ঢাকার নবাবগঞ্জে মো. সিফাত (২১) নামে এক মাদকব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের একটি দল আটক করেছে। আটককৃত সিফাতের সাথে থাকা ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার গোবিন্দপুর এলাকার শেখ আব্দুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার রাতে ঢাকা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল উপজেলার চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সিফাত হোসেন নামে এক যুবককে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এ তথ্য একুশে মিডিয়াকে নিশ্চিত করে জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে সিফাতকে মাদকসহ আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নবাবগঞ্জ থানায় মামলা রুজু করে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment