একুশে মিডিয়া, চৌগাছা (যশোর) প্রতিনিধি:>>>
ডাক্তার সেলিনা বেগম ঝিনাইদহের নতুন সিভিল সার্জন হিসেবে দায়িত্বগ্রহন।
যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা থেকে পদোন্নতি পেয়ে বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহের সিভিল সার্জন হিসেবে যোগদান করেন তিন।
ডা.
সেলিনা বেগমকে ফুলেল শুভেচ্ছা জানান খুলনা স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. রাশেদা সুলতানা ও সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো আইয়ুব আলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা সিভিল সার্জন ডা. আব্দুররাজ্জাক।
যশোরের চৌগাছা পৌরসভার ডা. আব্দুর রাজ্জাকের সহধর্মীনি যিনি খুলনার জেলা সিভিল সার্জন হিসাবে দায়িত্ব পালন করছেন। ডা. সেলিনা বেগম ১১ তম বিসিএস দিয়ে ১৯৯১ সালে স্বাস্থ্য বিভাগে যোগদান করেন। তিনি চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর জেলার বিভিন্ন উপজেলা কর্মকর্তা পদে কর্মরত থাকা অবস্থায় ভালোসেবা ও ব্যবহারের কারণে ব্যাপক সুনাম অর্জন করেন।
সর্বশেষ চৌগাছা উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যার তত্বাবধানে থাকা চৌগাছা হাসপাতালটি এবছর হেলথ মিনি স্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে।ঝিনাইদহে তার যোগদান করায় তাকে অভিনন্দন জানিয়েছেন নানা শ্রেণি পেশার মানুষ।
ডা:
সেলিনা বেগম বলেন, সবার সহযোগীতা নিয়ে ঝিনাইদহে কাজ করতে চাই। জেলার স্বাস্থ্য সেবার এই মান ধরে রাখতে চাই।এজন্য তিনি সবার সহযোগীতা কামনা করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment