এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লার চৌদ্দগ্রামে শুক্রবার (১২ এপ্রিল) সকালে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত কাজী শাহ্ আলমের চিকিৎসার জন্য প্রবাসী মামুন, মনির ও ব্যবসায়ী মোশাররফের মাধ্যমে দ্বিতীয় দফায় সংগৃহিত এক লক্ষ বাষট্টি হাজার (১,৬২,০০০/=) টাকার চেক শাহ্ আলমের পিতা কাজী মো. হাবিবুল্লার হাতে হস্তান্তর করেছে চৌদ্দগ্রাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী “জিনিয়াস কম্পিউটার” এর স্বত্ত্বাধিকারী মো. মোশাররফ হোসেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাতিসা ইউনিয়ন নিকাহ্ রেজিস্টার কাজী মো. মহিন উদ্দীন, ‘সাপ্তাহিক চৌদ্দগ্রাম’ এর সম্পাদক সাংবাদিক মো. সিরাজুল ইসলাম ফরায়েজী, নির্বাহী সম্পাদক সাংবাদিক মো. এমদাদ উল্যাহ, ‘আনন্দ টিভির’ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, পাঁচরা জনকল্যাণ সংস্থার সভাপতি নূর মোহাম্মদ সুমন, কবি মো. বেলাল হোসেন শাকিল, মো. আজিজুল হক আরজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় “জিনিয়াস কম্পিউটার” এর স্বত্ত্বাধিকারী মো. মোশাররফ হোসেন ক্যান্সারে আক্রান্ত কাজী শাহ্ আলমের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদানকারী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য! মর্মস্পর্শী এই বাক্যটির মূল কথাকে নিজেদের জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করলে সমাজে আর কেহ বিনা চিকিৎসায় মারা যাবে না। আমি আশা করবো, সকলকেই সমাজের অসহায় মানুষদের প্রতি সর্বোচ্চ খেয়াল রাখবেন।
উল্লেখ্য, গত ৮ মার্চ প্রবাসী মনির ও ব্যবসায়ী মোশাররফের মাধ্যমে সংগৃহিত ২ লক্ষ ২০ হাজার টাকার চেক হস্তান্তর করেছিলেন চৌদ্দগ্রাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. মোশাররফ হোসেন।
এই নিয়ে ক্যান্সারে আক্রান্ত কাজী শাহ্ আলমের চিকিৎসা খরচ মেটাতে সর্বমোট তিন লক্ষ বিরাশি হাজার (৩,৮২,০০০/=) হাজার টাকার চেক হস্তান্তর করেছেন তিনি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment