গাইবান্ধার বাদিয়াখালীতে এমবিবিএস ডাক্তার, ওষুধ এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালুর দাবী। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 16 April 2019

গাইবান্ধার বাদিয়াখালীতে এমবিবিএস ডাক্তার, ওষুধ এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালুর দাবী। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:>>>
গাইবান্ধার সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নে উপস্বাস্থ্য কেন্দ্র-১ এ এমবিবিএস ডাক্তার ও পর্যাপ্ত ওষুধ এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালুর দাবিতে ১৬ এপ্রিল মঙ্গলবার সচেতন নাগরিক পরিষদের (সনাপ) উদ্যোগে ৫ দফা দাবি বাস্তবায়নে এক সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়। 
সচেতন নাগরিক পরিষদের আহবায়ক শামছুল আলম মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র জেলা শাখার সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, নিখিল চন্দ্র দাস, সোহেল রানা, সচেতন নাগরিক ফরিদ কবির, বাদিয়াখালি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সচেতন নাগরিক পরিষদের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক বিপুল চন্দ্র বর্মন, ছাত্রফ্রন্ট জেলা সভাপতি পরমানন্দ দাস, কল্যাণ রায়, সাকিল মিয়া, মোস্তফা আহমেদ প্রমুখ।
বক্তারা, বাদিয়াখালী ইউনিয়নে উপস্বাস্থ্য কেন্দ্র-১ এ এমবিবিএস ডাক্তার ও পর্যাপ্ত ওষুধ চাই, মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালু করে সেবার মান বৃদ্ধি অবিলম্বে বাদিয়াখালী বাজারের জলাবদ্ধতা দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, পুরাতন বাদিয়াখালীর ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙ্গে নতুন ব্রিজ নির্মাণ, যানজট নিরসনে বাজারের বাইরে সিএনজি এবং অটোরিক্সা ষ্ট্যান্ড নির্মাণ, এবং মাদক জুয়া, নারী-শিশু নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে দলমত নির্বিশেষে সকল স্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সমাবেশ শেষে উক্ত দাবি বাস্তবায়নে বাদিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।






একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages