একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:>>>
ভুমি সেবা সপ্তাহ ও ভুমি উন্নয়ন কর মেলা উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় হতে আজ ১০ এপ্রিল বুধবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাহাত গাওহারী, সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ রওনক জাহান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক কুমার পাল সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
র্যালী শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তোফায়েল হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment