এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লার চৌদ্দগ্রামে স্যাটেলাইট চ্যানেল মাই টিভি’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) বিকালে চৌদ্দগ্রাম পৌর সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক, পৌর মেয়র মিজানুর রহমান।
মাই টিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি মো. জসিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, দৈনিক আলোকিত বাংলাদেশ এর চৌদ্দগ্রাম প্রতিনিধি আবু বকর সুজন, জনতার বার্তার সম্পাদক আবুল বাশার রানা, আনন্দ টিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি মুহা. ফখরুদ্দীন ইমন, চ্যানেল এস এর চৌদ্দগ্রাম প্রতিনিধি মো. কামাল হোসেন নয়ন, এশিয়ান টিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি মিজানুর রহমান মিনু, জনতার বার্তার সিনিয়র স্টাফ রিপোর্টার এম এ হাসান, সাপ্তাহিক মুক্তির লড়াই এর স্টাফ রিপোর্টার সোহাগ মিয়াজী, জনতার বার্তার ষ্টাফ রিপোর্টার সফিউল আলম।
নতুন কুমিল্লার সহযোগী সম্পাদক মো.আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম পাটোয়ারী, মো. ফরিদ উদ্দীন বাদশা, পৌর উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল আলীম, পৌর সচিব মো. হারুনুর রশিদসহ চৌদ্দগ্রামে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment