এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লার চৌদ্দগ্রামে ইটভাটায় কয়লাভর্তি ট্রাক চাপায় ঘুমন্ত তের শ্রমিক নিহতের মামলায় ট্রাক হেলপার মোঃ ছাদির ভুঁইয়া প্রকাশ ছাদিরকে(২৫) গ্রেফতার করেছে পুলিশ। সে একই জেলার বাঙ্গুরা থানার চাপিতালা গ্রামের মৃত ফিরোজ ভুঁইয়ার ছেলে।
গতকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে নিশ্চিত করেছেন থানার এসআই মোজাহের হোসেন।
উল্লেখ্য গত ২৫ জানুয়ারি শুক্রবার ভোর সাড়ে ৪টায় উপজেলার ঘোলপাশা ইউনিয়নে করিমপুর (দোসরী) এলাকায় কাজী এন্ড কোং নামের ব্রিকস ফিল্ডে কয়লাভর্তি ট্রাক (ঢাকামেট্রো-ট-১৬-০১১৪) চাপায় ঘুমন্ত ১৩ শ্রমিক নিহত হয়েছেন।
নিহতদের সবাই নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বিভিন্ন গ্রামের। অসতর্কতা অবহেলা করে কয়লা আনলোড করার সময় ট্রাকটি উল্টে যায়। এ ঘটনায় নিহত শ্রমিক রঞ্জিত চন্দ্র রায়ের ভাই সঞ্জিত চন্দ্র রায় বাদি হয়ে ট্রাক চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা করেন। তিনিও একই ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
মামলাটির তদন্তকালে স্বাক্ষ্য প্রমাণ ও মোবাইল কললিষ্ট পর্যালোচনা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম জামে মসজিদ এলাকায় (ঢাকামেট্রো-ট-১৬-৯০০৯) গাড়ীর হেলপার হিসেবে নিয়োজিত থাকাকালিন সময়ে আসামি কে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক তদন্ত শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment