যশোরের বেনাপোলে দু'মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 1 April 2019

যশোরের বেনাপোলে দু'মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একুশে মিডিয়া


জাহিরুল ইসলাম মিলন, যশোর:>>>
যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে আটককৃত দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার(০১ এপ্রিল) বিকাল ৫ টায় শার্শা উপজেলা এ্যাসি ল্যান্ড মৌসুমি জেরিন কান্তা ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে এ কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, বেনাপোলের দৌলতপুর গ্রামের রেজাউলের ছেলে মাহাবুব (১৮) ও গোগা গ্রামের আব্দুল কাদেরের ছেলে শামিম হোসেন(২৩)।
২১ ব্যাটালিয়ন বেনাপোলের পুটখালী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মোজাম্মেল হোসেন আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, গোঁপন খবর পেয়ে তারা সীমান্তে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের কাছ থেকে দুটি প্যাকেটে ৩শ গ্রাম গাঁজা পাওয়া যায়। এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের ৬ মাস করে কারাদন্ড দেওয়া হয়।
জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা প্রায়ই মাদক কারবারীদেরকে আটক করছেন। কিন্তু কদিন যেতে না যেতে তারা আবার ফিরে এসে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে।মাদক ব্যবসা প্রতিরোধ করতে এমন কার্যক্রম গ্রহন করা হচ্ছে বলে ধারণা অনেকের।






একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages