কেশবপুরের সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের বাজেটে দলিতদের জন্য অর্থ বরাদ্দের দাবীতে এক আলোচনা সভা ও স্মারক লিপি প্রদান শনিবার দুপুরে দলিতের বাস্তবায়নে ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
দলিতের প্রজেক্ট ম্যানেজার উজ্জ্বল মন্ডলের সভাপতিত্বে ও সিডিও দুলাল চন্দ্র দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন দফাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ইউপি সদস্য মজিবুর রহমান, জয়নাল উদ্দীন, আব্দুল কুদ্দুস ও দলিত নেতা সুজন দাস।
আলোচনা সভা শেষে দলিত কমিউনিটির পক্ষ থেকে বাজেটে দলিতদের জন্য অর্থ বরাদ্দের দাবীতে ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন দফাদারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
একুশে মিডিয়া/এসইউ
No comments:
Post a Comment