সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি শুরু। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 18 April 2019

সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি শুরু। একুশে মিডিয়া


রেখা মনি, রংপুর:>>>
উত্তরের জেলা কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর দিয়ে অবশেষে বাংলাদেশি পণ্যের রপ্তানী প্রক্রিয়া শুরু হলো ভারতে। বন্দরটি চালু হওয়ার পর কয়লা ও পাথর ভারত থেকে আমদানী হলেও প্রথমবারের মতো গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশের প্রাণ আরএফএল গ্রæপের উৎপাদিত প্লাস্টিক পণ্য এ স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি করা হয়।
বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানায়, ২০০৯ সালের ১১ জুন সোনাহাট স্থল বন্দর পুর্ণাঙ্গ ভাবে চালু হওয়ার পর শুধুমাত্র ভারত থেকে পাথর ও কয়লা আমদানি প্রক্রিয়া চলমান ছিল। গতকাল প্রথমবারের মতো বাংলাদেশী প্রাণ আরএফএল গ্রুপের প্লাস্টিক ফার্নিচার, আর্টিকেল পণ্য রপ্তানির করা হয়। ফলে দীর্ঘদিন পর বন্দরের পণ্য রপ্তানির স্থবিরতার অবসান হলো।
আনুষ্ঠানিকভাবে পণ্য রপ্তানি প্রক্রিয়া চালু করার সময় উপস্থিত ছিলেন কাস্টমস এন্ড ভ্যাট এক্সাসাইজ, রংপুর বিভাগীয় কমিশনার আহসানুল হক। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাস্টমস এন্ড ভ্যাট এক্সাসাইজ, কুড়িগ্রাম ও সোনাহাট স্থল বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা সহ বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
সোনাহাট স্থল বন্দরের ট্রাফিক ইনস্পেক্টর মো: কিবরিয়া জলিল জানান, বন্দরটি চালু হওয়ার পর থেকেই শুধু ভারত থেকে কয়লা ও পাথর আমদানী করে আসছিলেন সিএন্ডএফ এজেন্টরা। আজই প্রথমবারের মতো বাংলাদেশি পণ্য প্রাণ আরএফএল কোম্পানীর প্লাস্টিক ফার্নিচার ভর্তি একটি ট্রাক ভারতে যাত্রা শুরু করে। এর মাধ্যমে রপ্তানী কার্যক্রম শুরু হলো। এখন থেকে ভারতীয় ব্যবসায়ীদের চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশের রপ্তানীযোগ্য যেকোন পণ্য ভারতে রপ্তানি করতে পারবেন ব্যবসায়ীরা।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages