শার্শায় অবৈধ বালি উত্তোলনের দায়ে জরিমানা ও কারাদন্ড!। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 18 April 2019

শার্শায় অবৈধ বালি উত্তোলনের দায়ে জরিমানা ও কারাদন্ড!। একুশে মিডিয়া


জাহিরুল ইসলাম মিলন, যশোর প্রতিনিধি:>>>
যশোরের শার্শায় অবৈধ ভাবে বালি উত্তোলনের অভিযোগে মোজাম্মেল হক(৪৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার(১৮এপ্রিল) বিকাল ৪ টায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মৌসুমি জেরীন কান্তা এ কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত মোজাম্মেল ডিহী ইউনিয়নের ফুলসরাত গ্রামের মৃত খলিল মোড়লের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মৌসুমি জেরীন কান্তা বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের কাছে অভিযোগ আসে শার্শার ডিহী ইউনিয়নের ফুলসরাত গ্রামের কায়রের বিলে অবৈধ ভাবে বালি উত্তোলন করা হচ্ছে। পরে তিনি অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা মুল্যের ৫০ হাজার সেপ্টি বালি জব্দ করেন। এসময় বালি উত্তোলনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ক্ষমতাবলে অভিযুক্ত মোজাম্মেলকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে অংশ নিয়ে ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন শার্শার গোড়পাড়া থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল হোসেন।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages