সবুজ সরকার, সিরাজগঞ্জ প্রতিনিধি:>>>
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের দাবীতে ক্লাস বর্জন ও মানববন্ধন করেছে প্রাপ্তন এবং বর্তমান শিক্ষার্থীরা।
রবিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধন।মানববন্ধে অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র ও শতবর্ষ উদযাপন দাবী কমিটির আহব্বায়ক রবিউল করিমের সভাপতিত্বে ৬দফা দাবী প্রেসকরে বক্তব্য রাখেন, যুগ্ম আহব্বায়ক মাহমুদুল ইসলাম, রেজাউল করিম, আল-আমিন হোসেন, স্বপন, রবিউল মোল্লা, রিপন কুমার সহ আরও অনেকে। এসময় প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা দাবী আদায় না হয়া প্রর্যন্ত স্কুল বর্জনের ঘোষনা দেয়।
এদিকে বিষয়টি সম্পর্কে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও বেলকুচি পৌর মেয়র বেগম আশানূর বিশ্বাস জানান, ইতিপূর্বে ম্যানেজিং কমিটির সাথে আলোচনা হয়েছে। কিন্তু ছাত্র ছাত্রীদের মানববন্ধন করবে এ বিষয়ে আমি কিছু জানি না। আমি দূত ম্যানেজিং কমিটির সাথে বসে একটা সিদ্ধান্ত নেব।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment