একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:>>>
চট্টগ্রামের বাঁশখালী সরল ইউনিয়নের কাহারঘোনা গ্রামে কালা মিয়ার পুত্র আমান উল্লাহর মালিকানাধীন কিছু জমি স্থানীয় কয়েকজন খাজনায় নিয়ে দীর্ঘদিন চাষাবাদ করে আসছিল। কিছুদিন আগে থেকে জমি চাষাবাদ করলেও জমির খাজনা না দিয়ে চাষারা বর্তমানে মালিকানা দাবি করে আসছে।
স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানানোর পরও কোন সুরাহা না পেয়ে স্থানীয় ছিরু মাঝি, মাহমুদুল হক, আবদু ছমদকে অভিযুক্ত করে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মিনজিরীতলা মৌজার ১৬ শতক নাল জমি অভিযুক্তরা খাজনায় চাষাবাদ করে আসছিল। বর্তমানে খাজনা না দিয়ে জোরপূর্বক জমি দখল করে জমির মালিক আমান উল্লাহকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment