এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মো. আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। সে চৌদ্দগ্রাম পৌরসভার নোয়াপাড়া গ্রামের মো. জালাল আহমেদ ভূঁইয়ার ছেলে।বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে আটটার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা-সলাকান্দি রাস্তার মাথায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মিনি পিকআপ (পিরোজপুর-ম-১১-০০০৮) ভ্যানের ধাক্কায় মারাত্মক আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।পরে দুর্ঘটনার খবর পেয়ে মিয়াবাজার ফাঁড়ি থানার পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে মিয়াবাজার ফাঁড়ি থানার কর্তব্যরত অফিসার এসআই জুয়েল রানা দুর্ঘটনায় বৃদ্ধ নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ফাঁড়ি থানায় নিয়ে আসে। স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment