একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:>>>
গাইবান্ধার সাদুল্লাপুরে গোবরের গর্ত্যের পানিতে ডুবে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার ২৭ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের (বাবুর টেকানি) তালুক হরিদাশ নামক গ্রমের বাড়ীর পাশে গোবরের গর্তের পানিতে ডুবে তার মৃত্যু হয়। নিহত শিশু সোবাহান তালুক হরিদাশ গ্রামের আল আমিন সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত সোবহান সকালে বাড়ির উঠানে খেলা করছিল। খেলার এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের গোবরের গর্তে পড়ে যায়। দীর্ঘসময় বাড়ির লোকজন শিশু সোবহানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এসময় তারা পাশের গর্তের পানিতে শিশু সোবহানের মরদেহ ভাসমান অবস্থা দেখতে পায়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment