পেকুয়া উপজেলার প্রতিষ্ঠাতা- দি প্রিন্স অব- সালাহউদ্দিন। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 26 April 2019

পেকুয়া উপজেলার প্রতিষ্ঠাতা- দি প্রিন্স অব- সালাহউদ্দিন। একুশে মিডিয়া


এইচ এম শহীদ, কক্সবাজার:>>>
২০০২ সালের ২৬ এপ্রিল পর্যন্ত কক্সবাজার জেলায় উপজেলার সংখ্যা ছিল ৭টি। সেগুলো হচ্ছে-কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, রামু, সদর, উখিয়া ও টেকনাফ। বাংলাদেশের প্রশাসনিক আইন অনুযায়ী কমপক্ষে ৮টি উপজেলা ছাড়া ‘এ’ ক্যাটাগরির জেলা হয়না।
২০০২ সালের ২৭ এপ্রিল তৎকালীন বৃহত্তর চকরিয়া উপজেলা থেকে পেকুয়াকে পৃথক করে আলাদা একটি উপজেলায় রূপান্তর করা হয়। তখন কক্সবাজার জেলাভুক্ত উপজেলার সংখ্যা দাঁড়ায় মোট ৮টিতে। এর মাধ্যমে কক্সবাজার জেলা প্রথম শ্রেণীর জেলায় উন্নীত হয়। সেই ঐতিহাসিক ২০০২ সালের ২৭ এপ্রিল থেকে কক্সবাজার জেলার সকল নাগরিক প্রথম শ্রেণীর জেলার নাগরিক হওয়ার গৌরব অর্জন করে।

পেকুয়াকে উপজেলায় রূপান্তর করে কক্সবাজার জেলাকে প্রথম শ্রেণীর জেলায় উন্নীত করার এই মহান কাজটি করেছিলেন-জেলার রাজনীতির বরপুত্র, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় রাজনীতিবিদ, কক্সবাজারের উন্নয়নের ফেরীওয়ালা, দি প্রিন্স অব কক্সবাজার সালাহউদ্দিন আহামদ।
প্রথম শ্রেণীর জেলার নাগরিক হওয়ার গৌরব অর্জন ও পেকুয়া উপজেলা ঘোষনার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বশ্রদ্ধ সালাম জানাচ্ছি কিংবদন্তী নেতা, দুঃসাহসী বীরপুরুষ সালাহ উদ্দিন আহমদকে। হে ক্ষনাজম্মা পুরূষ, তোমার আসার অপেক্ষায় বাংলাদেশ। তোমার বজ্রকন্ঠে আবারো কেপেঁ উঠুক রাজপথ।
২০০২ সালের ২৭ ফেব্রুআরি দেশনেত্রী প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পেকুয়া উপজেলার ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন। তাঁর সাথে ছিলেন ডজনখানেক মন্ত্রী ও এমপি।
পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে স্মরণকালের বিশাল জনসভায় পেকুয়া উপজেলার স্থপতি সালাহ উদ্দিন আহামেদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাষনে সেদিন উজ্জীবিত হয়েছিল-পুরো কক্সবাজার জেলাবাসী। সেদিন শতাধিক গরু-মহিষ জবাই করে হাজার হাজার মানুষের জন্য মেজবানের আয়োজন করা হয়েছিল। মানুষ আনন্দ উপভোগ করেছিল প্রাণভরে।
সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছিল সেদিন। সেখানে সঙ্গীত পরিবেশন করেছিলেন রবি চৌধুরীর মতো অনেক গুনী সঙ্গীত শিল্পী। এই পেকুয়া উপজেলা প্রতিষ্ঠার পর সরকারীভাবে গেজেট প্রকাশ করে কক্সবাজার জেলাকে ‘এ’ ক্যাটাগরির জেলা ঘোষনা করা হয়।
উন্নয়ন পাগল সালাহ উদ্দিন আহমেদ পেকুয়াকে শুধু উপজেলায় রূপান্তর করে থেমে থাকেননি। সুদৃশ্য ও সুরম্য উপজেলা পরিষদ ভবন, হাসপাতাল, ফায়ার সার্ভিস, স্টেডিয়াম, বাণিজ্যিক ব্যাংক থেকে শুরু করে পরবর্তী ৫ বছরে পেকুয়া উপজেলার প্রায় সকল প্রয়োজনীয় অবকাঠামো ও স্থাপনা তিনি নির্মাণ করতে সক্ষম হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ নাকরায় পেকুয়া উপজেলায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সহ সকল প্রার্থীরা পেকুয়া উপজেলার জম্মাদাতা সালাহ উদ্দিন আহমেদের প্রশংসার খই ফুটিয়েছে।
পেকুয়া যখন উপজেলা হয়, সালাহ উদ্দিন আহমেদ তখন যোগাযোগ প্রতিমন্ত্রী ছাড়াও পেকুয়া-চকরিয়ার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। অর্থাৎ তিনি পেকুয়া উপজেলার শুধু স্থপতি নন, পেকুয়া উপজেলার প্রতিষ্ঠাতা সংসদ সদস্যও। পরে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তাঁরই সহধর্মিনী এডভোকেট হাসিনা আহমেদ একই আসন থেকে বিপুল ভোটে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
এই পেকুয়া উপজেলা পরিষদের প্রথম ও দ্বিতীয় দফে পর পর দু’বার চেয়ারম্যান নির্বাচিত হন আরেক তরুণ জনপ্রিয় রাজনীতিবিদ শাফায়েত আজিজ রাজু। কালের পরিক্রমায় এই পেকুয়া উপজেলার উদ্বোধক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ১৪ মাস যাবৎ কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে রযেছেন।
অপরদিকে, এই পেকুয়া উপজেলার স্থপতি সালাহ উদ্দিন আহমেদ দীর্ঘ ৪ বছর ধরে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে নির্বাসিত জীবনযাপন করছেন। দেশবাসীর যেমন প্রত্যাশা, গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া শীঘ্রই মুক্তি পেয়ে এদেশের গণমানুষের সকল মৌলিক, নাগরিক ও নৈতিক অধিকার ফিরে আনুক।
একইভাবে কক্সবাজার জেলাবাসীর প্রত্যাশা-বীরের বেশে সালাহ উদ্দিন আহমেদ ফিরে এসে কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশন, ঈদগাহ ও মাতামুহুরীকে উপজেলা, উখিয়া ও রামু সদরকে পৌরসভা, জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ জেলাবাসীর প্রাণের দাবি সমুহ পূরণ করুক। মহান আল্লাহতায়লা দেশাবাসী ও কক্সবাজার জেলাবাসীর সকল ন্যায্য প্রত্যাশা পূরণ করুক। আমিন।





একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages