সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনি ধি:>>>
জয়পুরহাটের পাঁচবিবিতে মঙ্গলবার বেলা তিন ঘটিকায় এক থেকে দুই মিনিটের হঠাৎ ঘুর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে,উপজেলার উচনা,ধরঞ্জী,বাগুয়ান আয়মা রসুলপুর,নওদা সহ পৌর এলাকার দানেজপুর,হরিহরপুর, মদীনা মসজিদ সংলগ্ন এলাকায় আকস্মিক ঘূর্ণিঝড়ে বাড়ি ঘর,দোকান পাট,শিক্ষা প্রতিষ্ঠান,মুরগির সেড,গাছপালা,গবাদী পশু ও ফসলের অপূরনীয় ক্ষতি সাধন হয়।
দানেজপুর গ্রামের আবু সালাম বলেন,অাজকের এই ঝড়ে আমাদের গ্রামের প্রায় পঁচিশ/ত্রিশটি পরিবার পথে বসেছে। অনেকের রাত্রী যাপন করার মত কোন পরিবেশ নেই। আমার মুরগির সেডের ছাউনি উড়ে গেছে।
মাদ্রাসা শিক্ষক কবি জয়নুল আবেদীন বলেন,আমার জীবনে এর চেয়ে বেশী ঝড় দেখি নাই। ঝড়ের শব্দে ছিল বিকট গর্জন। আর উপরে দেখা যাচ্ছিল আগুনের মত লাল মেঘের কুন্ডলী।
ঝড়ের তীব্রতায় কিছু এলাকা বিরাণ ভূমিতে পরিনত হয়। অনেক মানুষ আহত হয়েছেন। রাত নয়টায় সরেজমিনে নওদা স্কুলে গিয়ে দেখা গেছে বড় বড় পাত্রে খিচুরি রান্না করা হচ্ছে,ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য। কিছু গুরুতর ক্ষতিগ্রস্ত পরিবার স্কুলে এসে অবস্থান নিয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment