বাঁশখালীতে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত দেলোয়ার নিহত। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 10 April 2019

বাঁশখালীতে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত দেলোয়ার নিহত। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:>>>
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের চেমটখালী এলাকায় র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। নিহত ডাকাত একই ইউনিয়নের খুদুকখালী এলাকার নুরুল আলমের পুত্র।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব।
এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ডাকাত গুলি বর্ষন করলে র‌্যাবও পাল্টা গুলি বিনিময় করে।
এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। ঘটনাস্থল হতে ৪টি দেশীয় রিভলবার ও ২২টি কার্তুজ উদ্ধার করে র‌্যাব। পরে ঘটনাস্থলে বাঁশখালী থানা পুলিশ গিয়ে নিহত ডাকাতের লাশ থানায় নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে। 
বাঁশখালী থানার এসআই আতিকুল ইসলাম একুশে মিডিয়াকে জানান, র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত ডাকাতের বিরুদ্ধে বাঁশখালী থানায় হত্যা, ডাকাতিসহ অসংখ্য মামলা রয়েছে। বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছিল সে।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages