মোঃ জাকির হোসেন, দোহার -নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:>>>
ঢাকার দোহার উপজেলায় দুঃস্থ ও অসহায় শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার মাহমুদপুর আশ্রায়ন প্রকল্পে অবস্থিত শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
জানা যায়, সোমবার বিকেলে সোসাইটি ফর ইসলামিক ট্রেনিং সেন্টার বাংলাদেশের ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় , মাহমুদপুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আশ্রয়ণ প্রকল্পে অবস্থিত শেখ রাশেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) সালমা খাতুন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment