জমি নিয়ে বিরোধের জেরে হরিনাকুন্ডু থানার মধ্যে হাতুড়িপেটা। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 28 April 2019

জমি নিয়ে বিরোধের জেরে হরিনাকুন্ডু থানার মধ্যে হাতুড়িপেটা। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ঝিনাইদহ প্রতিনিধিঃ
মাত্র এক শতক জমি নিয়ে বিরোধ মিমাংশার জন্য শনিবার রাতে হরিণাকুন্ডু থানায় হাজির হয়েছিল হরিণাকুন্ডু উপজেলা ভাইস চেয়ারম্যানের ছোট ভাই মামুনুর রশিদ বুলু।
থানার গোল ঘরে চলছিল শালিস দরবার। উভয়ই সমর্থকরা আওয়ামীলীগের নেতাকর্মী। আগে থেকেই হাতুড়ি, দা লাঠিসোটা নিয়ে হাজির ছিল পারফলসী গ্রামের মনোয়ার, আনোয়ার, ছব্দুল, সহিদুল (বুড়ো), নুর আলী,  আফিল উদ্দীন, আয়ুব, আহমান ও মুবিন। মধ্যস্থতায় ছিলেন হরিণাকুন্ডু থানার এস আই সরোয়ার।
শালিস চলার এক পর্যায়ে হঠাৎ হামলা। হাতুড়ি আর দা নিয়ে ঝাপিয়ে পড়ে ভাইস চেয়ারম্যানের ছোট ভাই মামুনুর রশিদ বুলুর উপর। রক্তাক্ত জখম হয় বুলু। দ্রুত তাকে ভর্তি করা হয় ঝিনাইদহ সদর হাসপাতালে।
ওই সময় ভাইস চেয়ারম্যানের সমর্থক সাইদুল, বিল্লাল ,লালূ, সাকিব, হাবিল ও সিরাজুল ইসলামও কম বেশি আহত হন।
খবর পেয়ে হরিণাকুন্ডুর নবাগত উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন  হাসপাতালে দেখতেযান।  এসআই সরোয়ার বলেন ঘটনাটি অনাংখিত। এর জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages