মোঃ হাসনাইন আহমেদ হাওলাদার,
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ:>>>
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ' দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী হাসান নগর রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার (সুপারিন্টেনডেন্ট) মাওলানা মোঃ বশির উল্যাহ উপজেলার শ্রেষ্ঠ সুপার নির্বাচিত হওয়ায় মাদ্রাসার পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে'ই সংবর্ধিত এ সুপার'কে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
গতকাল ২০/০৪/২০১৯ইং রোজ শনিবার বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে এ' সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম (ফসু) মিয়া'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ হাসান নগর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব সালাউদ্দিন হাওলাদার কাঞ্চন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ নাঈম হাওলাদার, নজরুল ইসলাম বাবলু, কমিটির অন্যান্য সদস্য বৃন্দ ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক জনাব ওয়ালী উল্যাহ (জুয়েল) স্যার।
এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ,অভিভাবকবৃন্দ ও আমন্ত্রিত মেহমানবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্র/ছাত্রী বৃন্দ'র পক্ষ থেকে বিদ্যালয়ের
প্রধান শিক্ষক (সুপার) মাওলানা মোঃ বশির উল্যাহ কে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
পরে প্রধান শিক্ষককে শিক্ষার্থীদের পক্ষ থেকে ও ফুলেল শুভেচ্ছা সহ বিভিন্ন উপহার প্রদান করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment