যশোরে ট্রেনে কাটা পড়ে পুলিশ পরিদর্শক নিহত!। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 16 April 2019

যশোরে ট্রেনে কাটা পড়ে পুলিশ পরিদর্শক নিহত!। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, যশোর জেলা প্রতিনিধি:>>>
যশোরে ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ সেলিম (৫৮) নামে এক পুলিশ পরিদর্শক নিহত হয়েছেন। এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা বিষয়টি পরিষ্কার নয়।
মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের মুড়িলী রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম যশোর পুলিশলাইনে সশস্ত্র পরিদর্শক (ইন্সপেক্টর) হিসেবে কর্মরত ছিলেন। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার মতিয়ার রহমানের ছেলে।
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আনছার উদ্দিন বলেন, পুলিশলাইনে সশস্ত্র পরিদর্শক (ইন্সপেক্টর) পদে কর্মরত ছিলেন সেলিম।
ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। আত্মহত্যা করার কোনো কারণ দেখছি না।
যশোর রেলওয়ে পুলিশ (জিআরপি) উপপরিদশর্ক তারিকুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে খুলনাগামী ট্রেনে কাটা পড়েন মোহাম্মদ সেলিম।
খবর পেয়ে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি যশোর পুলিশলাইনের রিজার্ভ ফোর্সে ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা- সেটি নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেললাইনের পাশে দাঁড়িয়েছিলেন সেলিম। ট্রেনের বাতাস তাকে টেনে নিয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।




একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages