মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:>>>
সারা দেশের ন্যায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা ভাত উৎসব সহ নানা আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক সংগঠন উপজেলার বিভিন্ন স্থানে উৎযাপন করেছে বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। রবিবার সকালে উপজেলা দেওগাঁ রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় বর্নাঢ্য শোভাযাত্রা ও পান্তা উৎসবের আয়োজন করে।
অপর দিকে দাউদপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ আঃ রাজ্জাক, জেলা পরিষদের সদস্য মোঃ একরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, উপজেলা মহিলা লীগের সভাপতি মোছাঃ হোসনেয়ারা বেবী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন হয়। এ ছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment