ভোলায় জাতীয় আইন সহায়তা দিবস পালিত। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 28 April 2019

ভোলায় জাতীয় আইন সহায়তা দিবস পালিত। একুশে মিডিয়া


মোঃ আরিয়ান আরিফ, ভোলাা:>>>
‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান’ স্লোগানকে সামনে রেখে ভোলায় বনার্ঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জাতীয়
আইন সহায়তা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে রবিবার সকালে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে জজ কোর্ট চত্বর থেকে শুরু করে বনার্ঢ্য একটি র্যালি বের হয়। ব্যান্ডের তালে তালে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।র্যালিতে ভোলা জেলার আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।পরে জজ কোর্ট চত্বরে দিন ব্যাপী লিগ্যাল এইড মেলার উদ্বোধন করেছেন জেলা ও দায়রা জজ ফেরদৌস আহমেদ।
এছাড়াও ছিল রক্তদান,চিকিৎসাসেব প্রদান, দরিদ্রদের জন্য বিনামূলে দ্রুত বিচার কার্য পরিচালনাসহ নানা আয়োজনকরা হয়।পরে লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ ফেরদৌস আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যালের জেলা ও দায়রা জজ আতায়োর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন, ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, পিপি সৈয়দ আশরাফ হোসেন লাভু, লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র জজ মোঃ খায়রুল ইসলাম , বিচার বিভাগীয় কর্মচারী ফোরামের সভাপতি শাহ মোঃ হোসেন প্রমুখ।এসময় বক্তরা বলেন, বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের গবীর জনগোষ্ঠি যাতে সঠিকভাবে বিনামূল্যে আইনি সহায়তা পায় সেজন্য লিগ্যাল এইড তৈরি করে। যার ফলে এখন গরীব ও অসহায় মানুষ সহজেই লিগ্যাল এইডের মাধ্যমে ন্যায় বিচার পাচ্ছে।এছাড়াও ভোলা জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে দিনব্যাপী লিগ্যাল এইড মেলা বসে। মেলায় ১২ টি স্টলে বিনামূল্যে রক্ত পরিক্ষা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, লিগ্যাল এইড সম্পর্কে মানুষকে সচেতনসহ বিভিন্ন বিষয়ে অবগত করা হচ্ছে।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages