একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:>>>
কলা রুয়ে না কেটো পাত,তাতেই কাপড়, তাতেই ভাত কথাটির বাস্তবতা মিলেছে।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের ফায়ার সার্ভিসের সামনে কলা হাটে এক ছরি (ঘাউর) মালভোগ কলা ২ হাজার টাকায় বিক্রি হয়।
এ নিয়ে কলা চাষি এবং ব্যাবসায়ীর মাঝে আলোড়ন সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ১৩ এপ্রিল শনিবার সকালে পলাশবাড়ী কলা হাটে মোয়াজ্জেম হোসেন নামের এক কলা ব্যাবসায়ী একটি বিশাল আকৃতির মালভোগ কলা হাটে বিক্রির জন্য নিয়ে আসেন।
এসময় হাটের ক্রেতা-বিক্রিতা সহ উৎসুক জনতা কলা ছরি (ঘাউর)টি এক পলক দেখতে হাটে ভিড় জমায়।
বিভিন্ন ক্রেতা, বিভিন্ন দাম হাঁকলে তার মধ্যে আইয়ুব আলী ব্যাপারী কলা ছরি (ঘাউর)টি সর্বোচ্চ ২ হাজার টাকা দাম দিয়ে ক্রয় করেন।
ক্রেতা-বিক্রতা দুই জনই বলেন, কলা ফসল একটি লাভ জনক ফসল, ইহা যদি সঠিক ভাবে ফলান যায় তাহলে অন্য ফসলের তুলনায় অনেক বেশি লাভ হবে। তাইতো বলা হয় কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড়, তাতেই ভাত।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment