জাহিরুল ইসলাম মিলন, যশোর:>>>
যশোরের শার্শার নাভারন বুরুজবাগান সরকারী হাসপাতালের হামিদের চায়ের দোকানের সামনে থেকে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
রবিবার (২৮ এপ্রিল) এস,আই হাসান আলী তার সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযানে গিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো- বায়সা চান্দেরপোলের আব্দুস সামাদের পুত্র ইয়ানুর রহমান (২৫) ও রাজার ডুমুরিয়া গ্রামের শুকুর আলীর ছেলে মোহর আলী(৩২)।
পুলিশ তাদের কাছ থেকে ০১ টি ওয়ান শুটার গান ও ০১ রাউন্ড গুলি, ০১ টি লোহা কার্টার এবং ০১টি রামদাসহ সন্ত্রাসীমূলক কর্মকান্ড পরিচালনা করা অবস্থায় গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে বিষয়ে শার্শা থানায় মামলা করা হয়েছে। শার্শা থানার এস আই হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের অস্ত্র আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment