মোঃ শাহরিয়ার কবির আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি:>>>
সারা দেশের ন্যায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে গাইবান্ধায় পালিত হলো বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪২৬। দিনটি উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে এক বিশাল মঙ্গলশোভা যাত্রা বের হয়।
আজ রোববার সকালে জেলা প্রশাসক আব্দুল মতিনের নেতৃত্বে স্থানীয় স্বাধীনতা প্রঙ্গন থেকে মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, প্রধানমন্ত্রীর কাযালয়ের মহা- পরিচালক নিলীমা আক্তার, পুলিশ সুপার প্রকৌশলি আব্দুল মান্নান মিয়া, পৌর মেয়র অ্যাড, শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সংস্কৃতিক কর্মী, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী ও বেসরকারী উন্নয়ণ সংস্থার প্রতিনিধি, এবং নানা শ্রেণী পেশার মানুষ। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাইবান্ধা জেলা প্রশাসকের বাসভবনে পান্তা উৎসবের আয়োজনে যোগদেন।
পান্তা উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এসময় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অতিথিদের স্বাগত জানান। এ ছাড়াও দিনব্যাপী জেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা, খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা, চিত্রাংকন, নাটিকা মঞ্চস্থ করা হয়।
এছাড়া জেলার সদরসহ ৭ টি উপজেলায় বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বাংলা নব বর্ষ পালিত হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment