মো: মনিরুল ইসলাম, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:>>>
কক্সবাজার জেলাধীন কুতুবদিয়া উপজেলায় গতকাল ২২ এপ্রিল (সোমবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ গেইট এলাকায় বাংলাদেশ পূজা উদযাপন কমিটি কুতুবদিয়া উপজেলা শাখার উদ্যোগে নারীর প্রতি সহিংসতা বন্ধ ও ফেনী জেলা সোনারগাজী ইসলামীয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে হত্যার বিচারের দাবীতে এক মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদৌস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুতুবদিয়া উপজেলা শাখার ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা।
এ সময় নেতৃবৃন্দরা ফেনী জেলা সোনারগাজী ইসলামীয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌনহয়রানী পূর্বক হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী জানান।
আমরা নুসরাতের মত আর কোন নারীকে ঝড়ে পড়তে দেব না
ভবিষ্যৎ এ যদি নুসরাতের মত আর কোন নারীর যৌনহয়রানী হয় তাহলে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি কুতুবদিয়া উপজেলা শাখার পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সাথে সাথে নারীর প্রতি সহিংসতা বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
একুশে মিডিয়া/এসসএ
No comments:
Post a Comment