মোঃ জাকির হোসেন, দোহার -নবাবগঞ্জ প্রতিনিধি:>>>
পুরনো জরাজীর্ণতা কাটিয়ে তরুনদের নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে মঙ্গল শোভাযাত্রা করলো দোহার উপজেলা প্রশাসন। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে দোহার উপজেলার চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রাটি যাত্রা শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়পাড়ার রতন চত্বরে এসে জর হয় এবং শেষ হয়।
এসময় শোভাযাত্রাটির নেতৃত্বদেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব, আলমগীর হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, সহকারী কমিশনার (ভূমি) সালমা খাতুন, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ হোসেন।
অন্যদিকে নবাবগঞ্জে মঙ্গল শোভাযাত্রা করেন নবাবগঞ্জ প্রশাসন। নবাবগঞ্জ বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শোভাযাত্রাটি শেষ। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারমান নাসির উদ্দিন আহম্মেদ ঝিলু, ভাইস চেয়ারম্যান তাবিদ হোসেন পাভেল, মহিলা ভাইস চেয়ারমান ইয়াসমিন আক্তার ও নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামালসহ আওয়ামীলীগের নেতাকর্মীগণ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment