রেখা মনি, রংপুর:>>>
রংপুর নগরীর প্রধান সড়কের জিলা স্কুল মোড়ে গতরাতের কালবৈশাখী ঝড়ে শতবর্ষী কৃষ্ণচুড়া গাছ ভেঙ্গে পড়েছে। এতে করে ওই সড়কে চলাচল অনেকটাই বন্ধ হয়ে গেছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে পথচারীরা।
মঙ্গলবার ভোর থেকে রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যস্থাপনা বিভাগ ও ফায়ার সার্ভিস যৌথভাবে গাছ সড়ানোর কাজ করছে।
সকাল ৯টার দিকে নগরীর জিলা স্কুলের সামনে ওই সড়কে দেখা যায় ব্যাপক যানজট।এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই যানজটের পরিমাণ আরো বেড়ে যায়।এসময় অনেক কে দেখা যায় বিকল্প পথ দিয়ে গন্তব্যে পৌছাতে।
এ ব্যাপারে রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান শাহিনুর রহমান শাহিন জানান, ভেঙ্গে পড়া গাছটি সরানোর কাজ ইতিমধ্যে অর্ধেক শেষ হয়েছে। বাকিটা আজ দুপুরের মধ্যে শেষ হবে বলে জানান তিনি।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment